সময়টা যেন কিছুতেই ভালো যাচ্ছে না যোগি আদিত্যনাথের। এমনিতেই উপনির্বাচনে খারাপ ফলের জন্য আঙুল উঠেছে তাঁর দিকে। এবার কৃতী ছাত্রকে দেওয়া ১ লক্ষ টাকার চেক বাউন্স। ফের মুখ পুড়ল যোগি তথা উত্তরপ্রদেশ সরকারের। দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ৯৩.৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করে অলোক মিশ্র। রাজ্যের মধ্যে সপ্তম স্থান অধিকার করে সে। গত ২৯ মে মেধা তালিকার প্রথম দশে থাকা শিক্ষার্থীদের সংবর্ধনা দেয় যোগি সরকার। সংবর্ধনা জানিয়ে অলোকের হাতে এক লক্ষ টাকার চেক তুলে দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী ৷
জানা গেছে তাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেক দেওয়া হয়েছিল৷ দেনা ব্যাংকের একটি শাখায় সেই চেক জমাও দেয় অলোকের বাবা৷ কিন্তু অ্যাকাউন্টে টাকা না ঢোকায় ফের ব্যাংকে যান তিনি৷ ব্যাংক কর্মীদের জিজ্ঞেস করায় জানতে পারেন, মু্খ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দেওয়া সেই চেক বাউন্স করেছে৷ ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে মুখ্যমন্ত্রীর সই না মেলায় চেকটি বাউন্স করেছে৷ তবে ওই কৃতি ছাত্রের জন্য আরেকটি নতুন চেক ইস্যু করা হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে।
Be the first to comment