মধ্য বঙ্গোপসাগরের ওপরে তৈরি হওয়া নিম্নচাপের শক্তি বাড়ছে। যার জেরে কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে প্রবল বৃ্ষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস৷ আগামি ২৪ থেকে ৪৮ ঘন্টায় রাজ্যে বর্ষা প্রবেশ করছে বলেও জানিয়েছে তারা৷ দক্ষিণবঙ্গ তো বটেই, রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই প্রবল বৃষ্টি হবে বলে জানা গিয়েছে৷ পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকেই উত্তর বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ ঘনীভূত হওয়ার কথা ছিল। পরের ১২ ঘণ্টায় তা শক্তি সঞ্চয় করে দুই এক পশলা ভারিই বৃষ্টিপাত ঘটাতে পারে কলকাতায় এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই, এমনই পূর্বাভাস দেওয়া হয়েছিল। উপকূলবর্তী অঞ্চলেও সতর্কতা জারি করা হয়। গত ২৪ ঘন্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্র ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমাণ ১৩.৩ মিলিমিটার৷
Be the first to comment