ভারত আর পাকিস্তানের প্রধানমন্ত্রী হাত মেলালেন

Spread the love

বিশেষ প্রতিনিধি,

সাংহাই সম্মেলনের মাঝে ভারতের প্রধানমন্ত্রী ও পাক প্রেসিডেন্ট মুখোমুখি হলেন৷ রবিবার সকালে চিনের কুইংদো শহরে ১৮ তম এসসিও শিখর সম্মেলনে উপস্থিত গোষ্ঠীভুক্ত আটটি দেশের রাষ্ট্রপ্রধান ও প্রধানমন্ত্রীরা৷ নানা বিষয়ে পারস্পরিক চুক্তিতে সই করার পর একে অপরের সঙ্গে হাত মেলান তাঁরা৷ তখনই পাক প্রেসিডেন্ট মামনুন হুসেনের সঙ্গে করমর্দন করতে দেখা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে৷ তাৎক্ষণিক বৈরিতা ভুলে হাসিমুখে দু’জনে অল্প কথাও বলেন৷

তিন বছর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মুখোমুখি হয়েছিলেন নরেন্দ্র মোদী৷ ২০১৫ সালের ২৫ ডিসেম্বর আচমকা শরিফের সঙ্গে দেখা করেন মোদী৷ তখন শরিফ পরিবারে চলছিল বিয়ের অনুষ্ঠান৷ সেখানে উপস্থিত হন মোদী৷ মনে করা হচ্ছিল এর পর থেকে নয়াদিল্লি-ইসলামাবাদ কূটনৈতিক সম্পর্ক কিছুটা হলেও নরম হবে৷

উরি ঘটনার ১৭ মাস পর ২০১৭ সালের জুন মাসে সাংহাই কো-অপারেশনের মঞ্চে নওয়াজ শরিফের সঙ্গে তাঁর দেখা হয় বটে৷ কিন্তু সেটা ছিল নিছকই সৌজন্য সাক্ষাৎ৷ তবে সেই ঘটনার পর আর কখনোও পাক রাষ্ট্রপ্রধানদের মুখোমুখি হননি মোদী৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*