২০১৯ লোকসভার আগে কপালে ভাঁজ গেরুয়া শিবিরের

Spread the love

উপনির্বাচনে একের পর এক হারের ধাক্কায় ক্রমেই সুর চড়াচ্ছিল এনডিএ-র শরিকরা। এবার নতুন উপসর্গ হয়ে দেখা দিয়েছে দলের অভ্যান্তরীণ সমীক্ষা। সবমিলিয়ে উনিশের লোকসভার আগে কপালে ভাঁজ গেরুয়া শিবিরের। দলের অবস্থান যাচাই করতে নিজেদের জেতা ২৮২টি আসনেই সমীক্ষা চালায় বিজেপি। কিন্তু সমীক্ষার ফলাফল দেখে ক্ষমতায় ফেরা নিয়েই প্রশ্নচিহ্ন উঠে গেল। সূত্রের খবর, সমীক্ষার রিপোর্টে দেখা গেছে নিজেদের জেতা আসনের বেশিরভাগেই এখন পিছিয়ে রয়েছে দল। ২৮২টির মধ্যে ১৫২টি আসনেই হারের মুখে রয়েছে তারা। অর্থাৎ মাত্র ১৩০টি আসনে ফের জেতার সম্ভাবনা আছে। মূলত জনপ্রিয়তার নিরিখেই ফলাফলের বিচার করা হয়েছে। বিরোধীদের দিকে সমর্থন বাড়ছে মানুষের। এখন ভোট হলে তাঁরাই পরাজিত হবেন। এমনও ইঙ্গিত মিলেছে কোনও কোনও ক্ষেত্রে। জেতা আসনের যদি এমন বেহাল দশা হয়, তাহলে নতুন আসন জয়ের সম্ভাবনা কতটা? প্রশ্ন তুলছে দলের একটা বড় অংশই। এত অল্প সময়ের মধ্যে নতুন করে ভাবমূর্তি তৈরি করা রীতিমতো চ্যালেঞ্জিং, মানছেন শীর্ষ নেতৃত্বও। স্বাভাবিকভাবেই দলের অন্দরে প্রবল বিরোধিতার সামনে পড়তে চলেছে মোদি-শাহ জনপ্রিয়তার তত্ত্ব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*