ঢেলে সাজানো হচ্ছে এবার অমরনাথ যাত্রার নিরাপত্তা ব্যবস্থা

Spread the love

গতবারে জঙ্গিদের বাস হামলা থেকে শিক্ষা। ঢেলে সাজানো হচ্ছে এবার অমরনাথ যাত্রার নিরাপত্তা ব্যবস্থা। এবছর ২৮ জুন থেকে শুরু হবে অমরনাথ যাত্রা। আতঙ্ক মুছে ফেলে তীর্থযাত্রীদের নিরাপদ যাত্রার আশ্বাস দিয়েছেন সিআরপিএফের ডিআইজি মহসীন শেহাদি(Mohsin Shehadi)। তিনি জওয়ান নিরাপত্তা বাহিনীর সদস্যেদের আগেভাগেই গুরুত্বপূর্ন সংযোগ গুলিতে মোতায়েন করা হবে। ইতিমধ্যেই সরকার, পাহালগাম ডেভলপমেন্ট অথরিটি এবং শ্রিণ বোর্ড যাত্রা পথের বরফ পরিষ্কারের কাজ শুরু করেছে। বিশেষ করে চন্দনওয়ারির পর থেকে গুহামুখ পর্যন্ত ৩২ কিলোমিটার পথের সংস্কার শুরু হয়েছে। বয়স্ক বা শারীরিক ভাবে অসক্ত পূণ্যার্থীদের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার আয়োজনও করা হচ্ছে। কাজ চলছে জোর কদমে। মোটামুটি ১৮ জুনের মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে বলেই আশা প্রকাশ করেন ডিআইজি। প্রসঙ্গত, গত বছর ১০ জুলাই জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল ৯ জনের। আহত হয়েছিলেন ১৯ জনেরও বেশি। এবার যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থতির মোকাবিলায় আগে থেকেই সতর্ক প্রশাসন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*