প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ই কি হতে চলেছেন প্রধানমন্ত্রী? ২০১৯ সালে মোদী ব্যর্থ হলে প্রাক্তন রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ভেবেই কি প্ল্যান সাজাচ্ছে আরএসএস? তেমনই সন্দেহ এনডিএ শরিক শিবসেনার। তবে প্রণব কন্যা অবশ্য এই দাবি উড়িয়ে দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন, সক্রিয় রাজনীতিতে ফেরার কোনও সম্ভাবনা নেই ভারতীয় তাঁর বাবার। নাগপুরে আরএসএসের অনুষ্ঠানে প্রণব মুখোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে এনডিএ শরিক শিবসেনার ব্যাখ্যা, প্রণব মুখোপাধ্যায়কে সামনে রেখে ঘুঁটি সাজাচ্ছে আরএসএস। ২০১৯-এ নরেন্দ্র মোদী সংখ্যাগরিষ্ঠতা হারালে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কুর্সিতে বসতে পারেন প্রাক্তন রাষ্ট্রপতি। শিবসেনার এই দাবিকে অবশ্য উড়িয়ে দিয়েছেন প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। টুইটে শর্মিষ্ঠা লিখেছেন, মাননীয় শ্রী রাউত, রাষ্ট্রপতি হিসেবে অবসর নেওয়ার পর আমার বাবা আর সক্রিয় রাজনীতিতে যোগ দেবেন না।
Be the first to comment