জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। সোমবার আগ্রা-লখনউ জাতীয় সড়কে উত্তরপ্রদেশের কনৌজের কাছে পথ দুর্ঘটনাটি ঘটে ৷ ঘটনায় এখনও পর্যন্ত ছ’জন পড়ুয়ার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ বাকি দু’জন পড়ুয়াকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তাদের অবস্থা আশঙ্কাজনক ৷ পুলিশ সূত্রে খবর, মৃত পড়ুয়ারা সন্ত কবীর নগরের প্রভাদেবী স্নাতকোত্তর কলেজে পড়তেন। ৬ পড়ুয়ার পাশাপাশি তাঁদের এক শিক্ষকেরও মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়।
জানা গিয়েছে, এদিন মাঝপথে বাসের ডিজেল শেষ হয়ে গিয়েছিল। নিকটবর্তী পেট্রোল পাম্প পর্যন্ত যাওয়ার জন্য অন্য একটি বাস থেকে ডিজেল ভরা হচ্ছিল ৷ তখনই বাস থেকে নেমে পড়ুয়া ও শিক্ষকরা আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের উপর দাঁড়িয়েছিলেন ৷ সেই সময়ই উল্টোদিক থেকে আসা একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছয় পড়ুয়া এবং এক শিক্ষকের ৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ৷ মৃত পড়ুয়াদের ২লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার ৷
Be the first to comment