শেষ হল বহুপ্রতিক্ষিত ট্রাম্প-কিম বৈঠক

Spread the love

বিশেষ প্রতিনিধি,

মঙ্গলবার সংবাদ শিরোনামে একটাই খবর ৷ বহুপ্রতিক্ষিত ট্রাম্প-কিম বৈঠক ৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একে অপরের সাথে করমর্দনের মধ্যে দিয়ে তাঁদের ঐতিহাসিক আলোচনার সূচনা করেন ৷পরমাণু অচলাবস্থার অবসান ঘটানোই এই বৈঠকের মূল লক্ষ্য। অবশ্য দুজনের মধ্যে এই আলোচনা শেষ হতে অবশ্য এক ঘন্টাও লাগেনি ৷

ট্রাম্প এবং কিমের মধ্যে এই আলোচনা হয় সিঙ্গাপুরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র সেন্টোসাতে। এই দুই শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক তাঁদের সম্পর্ককে অনেকটাই বদলে দিতে পারে বলে আশা করা হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্র জোর দিয়েছে যে, কোরিয়ার উপদ্বীপে সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের চেয়ে আর কোনো কিছুই মূল্যবান নয়। উত্তর কোরিয়ার আধিকারিক রবিবার জানিয়েছিলেন, কিমের সাথে আলোচনার সময় পরমাণু নিরস্ত্রীকরণ এবং স্থায়ী শান্তি এই দুটি বিষয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। শনিবার ট্রাম্প জানিয়েছিলেন যে, কিমের কাছে ‘ইতিহাস গড়ার’ একটা সুযোগ আসছে।

কিমের সাথে আলোচনা শেষ হওয়ার পর রাষ্ট্রপতি ট্রাম্প সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে, তাঁদের আলোচনা সফল হয়েছে, তিনি এই বৈঠককে ”খুব ভালো মিটিং” বলে অভিহিত করেছেন। এরপর তাঁরা একটি যৌথ সাংবাদিক বৈঠক করেন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*