পুরানো মিটারের মেয়াদ শেষ, আসতে চলেছে স্মার্ট প্রি-পেইড মিটার

Spread the love

এখনকার বিদ্যুতের মিটারের দিন বোধ হয় শেষ হতে চলল। তার বদলে এবার আসতে চলেছে স্মার্ট প্রি-পেইড মিটার। আর প্রি-পেইড মোবাইলের মতো রিচার্জ করলে তবেই মিলবে পরিষেবা। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই এই নতুন মিটার তৈরির কাজ শুরু হয়েছে। আগামী তিন-চার বছরের মধ্যেই পর্যাপ্ত মিটার সরকারের হাতে চলে আসবে। পরবর্তীকালে এই স্মার্ট মিটারই বাধ্যতামূলক করে দেওয়া হবে।

বিদ্যুৎ মন্ত্রকের দাবি, এর ফলে বিদ্যুৎমন্ত্রকের আর্থিক ক্ষতির পরিমাণ অনেকটাই কমবে। সেক্ষেত্রে মাসের শেষে ইলেকট্রিক বিল জমা দেওয়া যাবে না আর। আগেভাগেই রিচার্জ করে রাখতে হবে। অতিরিক্ত বিল আসার সম্ভবনাও থাকবে না। এমনকি লাইনে দাঁড়িয়ে বিল জমা দেওয়ার ঝামেলাও এড়ানো যাবে। বিদ্যুতের অপচয় বা বেআইনি সংযোগ ঠেকানো যাবে। সবমিলিয়ে আখেরে লাভবান হবে সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*