সারা রাত লেফটেন্যান্ট জেনারেলের অফিসে ধরনা দিয়েই কাটিয়ে দিলেন কেজরিওয়াল

Spread the love

সারা রাত লেফটেন্যান্ট জেনারেলের অফিসেই ধরনা দিয়ে কাটিয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, আইএএস অফিসারদের ধর্মঘট তোলার নির্দেশ দিতে হবে। সাজা দিতে হবে যারা চারমাস ধরে কর্মবিরতি করছেন। কেজরিওয়ালের সঙ্গে ছিলেন উপমুখ্যমন্ত্রী মনীসশ শিশোদিয়া, মন্ত্রী গোপাল রাই ও সত্যেন্দ্র জৈন।

সোমবার বিকেল সাড়ে পাঁচটায় তাঁরা লেফটেন্যান্ট জেনারেল অনিল বৈজালের সঙ্গে দেখা করতে যান। তারপর থেকেই তাঁরা সেখানেই আছেন। রাতে ডায়েবেটিসের রোগী কেজরিওয়ালকে ইনসুলিন দেওয়া হয়। বাড়ি থেকে আসা খাবার খান তিনি। সকালে টুইট করে বলেছেন, সুপ্রভাত দিল্লিবাসী। লড়াই চলছে। লেফটানেন্ট জেনারেলের অফিসের বাইরেও অনেক আপ কর্মী-সমর্থক ভিড় করেছেন। পুলিশ ব্যারিকেড করে রেখেছে বাড়িটি। লেফটেন্যান্ট জেনারেল এই অবস্থানের নিন্দা করে বলেছেন, তাঁর ওপর জোর খাটানো হচ্ছে। মুখ্যসচিব অংশু প্রকাশের ওপর হামলার প্রতিবাদে দিল্লির আইএএস অফিসাররা আপের মন্ত্রীদের সঙ্গে দেখা করছেন না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*