ভারতকে ৬টি অ্যাপাচে হেলিকপ্টার বিক্রিতে সম্মতি দিলো মার্কিন স্বরাষ্ট্র দফতর

Spread the love

ভারতকে ৬টি অ্যাপাচে হেলিকপ্টার বিক্রিতে সম্মতি দিয়েছে মার্কিন স্বরাষ্ট্র দফতর। এগুলি বোয়িং এএইচ-৬৪ই হেলিকপ্টার। মার্কিন স্বরাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়েছে, ভারতের অনুরোধ মতো এই অ্যাটাক হেলিকপ্টারগুলি বিক্রি দুদেশের কৌশলগত সম্পর্ক উন্নত করবে। দক্ষিণ এশিয়ায় ভারতের শক্তিবৃদ্ধিতে সাহায্য করবে। এই হেলিকপ্টারের সাহায্যে মাটি থেকে আক্রমণ প্রতিহত করতে সক্ষম হবে ভারতীয় সেনা।

অ্যাপাচে হেলিকপ্টার বানায় টাটার অংশীদারির বোয়িং কোম্পানি। এই হেলিকপ্টারগুলি ছাড়াও চারটি ফায়ার কন্ট্রোল রাডার, হেলফায়ার লংবো মিসাইল, জিপিএল নেভিগেশন সিস্টেম, ৩০ মিমি কামানসহ আরও যুদ্ধাস্ত্র বিক্রি করবে আমেরিকা। মোট দাম পড়বে ৬২৮৪ কোটি ৪৭ লক্ষ টাকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*