ইরানের হামাদানে এশিয়ান টিম দাবা চ্যাম্পিয়নশিপে খেলবেন না সৌম্যা স্বামীনাথন। মাথায় স্কার্ফ বাঁধা বাধ্যতামূলক সেখানে। তাঁর ব্যক্তি স্বাধীনতা তাতে লঙ্ঘিত হচ্ছে, এই যুক্তিতে তিনি তাঁকে দলে না নিতে অনুরোধ করেছেন। ২৬ জুলাই থেকে ৪ আগস্ট এই দাবা প্রতিযোগিতা হচ্ছে। ফেসবুকে সৌম্যা জানিয়েছেন, বাধ্যতামূলক মাথার স্কার্ফ নিয়ে ইরানের আইন সরাসরি আমার মানবাধিকার ও মতপ্রকাশের অধিকারের পরিপন্থী বলে মনে করি। ভাবনাচিন্তা, বিবেক ও ধর্মেরও তা বিরোধী। এই অবস্থায় ইরানে না যাওয়ার আমার অধিকারই আমাকে রক্ষা করবে।
তাঁর মতে, বাধ্যতামূলক ধর্মীয় ড্রেস কোড খেলোয়াড়দের জন্য থাকা উচিত নয়। এর আগেও ২০১৬ সালে ভারতীয় শ্যুটার হিনা সিধুও ইরানে এশিয়ান এয়ারগান প্রতিযোগিতায় যাননি একই কারণ দেখিয়ে।
Be the first to comment