রিপোর্টার- (সুভাষ মজুমদার)
মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে ডাক্তারই ভরসা। মানুষের কাছে ভগবানের দ্বিতীয় রূপ ডাক্তার। ডাক্তাররাও বোধহয় মানুষের চিকিৎসার আগে একবার ঈশ্বরকে স্মরণ করে নেন। মানুষের মনকে শক্তি যোগাতেই বোধহয় প্রতিটি হাসপাতাল থেকে বড় বড় নার্সিংহোমে ঈশ্বরের মূর্তি প্রতিষ্ঠিত আছে।
সেই মতো তারকেশ্বর গ্রামীন হাসপাতালের গেটের সামনে একটি বট গাছের নিচে বহু বছর ধরে একটি শিব মূর্তি স্থাপন করা ছিল।
হাসপাতাল সংলগ্ন এলাকায় বসবাসকারী বাড়ির মহিলিরা প্রতিদিন নিষ্ঠা ভরে শিবলিঙ্গটির পূজা করতেন। এদিকে, হাসপাতালে আসা রোগীর আত্মীয়রাও রোগীর শুভকামনায় পূজা দিতেন। আর বুধবার সকালেই এলাকাবাসীরা পূজা করতে গিয়ে দেখেন শিব মূর্তি উধাও। আর ঘটনার জেরে আজ সকাল থেকেই তারকেশ্বর গ্রামীন হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
Be the first to comment