ব্যাঙ্কিং সিস্টেমের বাইরে থাকা জনসংখ্যার নিরিখে দ্বিতীয় ভারত, জানালো বিশ্বব্যাঙ্ক

Spread the love

জেপি সরকারের কৃতিত্বেও ঢাকা পড়ছে না ব্যর্থতা। ব্যাঙ্কিং সিস্টেমের বাইরে থাকা জনসংখ্যার নিরিখে বিশ্বে দ্বিতীয় ভারত। এই তথ্য জানিয়েছে বিশ্বব্যাঙ্ক। তালিকায় প্রথম স্থানে রয়েছে চিন। সেদেশের প্রায় ২২ কোটি ৫০ লক্ষ মানুষের এখনও কোনও অ্যাকাউন্ট নেই। ভারতের ক্ষেত্রে সেই সংখ্যাটা প্রায় ১৯ কোটিরও বেশি।

রিপোর্টে আরও বলা হয়েছে, শুধুমাত্র জনসংখ্যার কারণেই এই দেশগুলি পৃথিবীর বৃহত্তম ব্যাঙ্কিং অর্থনীতি পরিচালনা করছে। প্রধানমন্ত্রীর জন ধন যোজনার হাত ধরে জনসংখ্যার একটি বড় অংশকেই ব্যাঙ্কিং সেক্টরের আওতায় আনা গেছে। ২০১৪ সালের ৫৩ শতাংশ থেকে ২০১৭ সালের মধ্যে ৮০ শতাংশ মানুষ ব্যাঙ্কের আওতায় এসেছে। তবে ভারতীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রায় অর্ধেকই নিষ্ক্রিয় বা বন্ধের মুখে। ভারতের পরেই রয়েছে পাকিস্তান ও ইন্দোনেশিয়া। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই এমন নাগরিকের সংখ্যা সেদেশে যথাক্রমে ১০ কোটি ও সাড়ে ৯৫ কোটি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*