বাংলাদেশের মহিলা ক্রিকেট দলকে পুরোপুরি বদলে দিয়েছে কোচ অঞ্জু জৈন

Spread the love

ভারতকে তিন উইকেটে হারিয়ে প্রথমবার এশিয়া কাপ জিতে নিয়েছে বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। গ্রুপ পর্বেও বাংলাদেশের কাছে হারতে হয়েছিল ভারতীয় মেয়েদের। ছ’বারের চ্যাম্পিয়ন ভারতকে হারানোর নেপথ্যে আরেক ভারতীয়। এমন সাফল্যের রসায়ন কী? বাংলাদেশ দলের এখনকার কোচ অঞ্জু জৈনের অনুপ্রেরণাই সাফল্য এনে দিয়েছে বাংলাদেশকে, এমনটাই মনে করছেন অনেকে।

প্রাক্তন ইংল্যান্ড অলরাউন্ডার ডেভিড কাপেলের জায়গায় ২১ মে কোচিংয়ের দায়িত্ব নেন অঞ্জু। বাংলাদেশের কোচ অঞ্জু জৈন বলেছেন, “বাংলাদেশের কোচের দায়িত্ব নেওয়ার পরের কাজটা ছিল দ্রুত পদক্ষেপ নেওয়ার মতো। দল একেবারেই ভালো ছিল না। আমি কেবল তাদের মনোবল বাড়ানোর চেষ্টা করেছি মাত্র।” বাংলাদেশের কোচ হওয়ার আগে ভারতীয় মহিলা ক্রিকেট দলেরও কোচিং করিয়েছেন দিল্লির মেয়ে অঞ্জু। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১৩ বিশ্বকাপে জাতীয় দলের কোচ ছিলেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*