আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি থাকার অভিযোগে তামিলনাড়ুর ১৮ বিধায়কের বিরুদ্ধে কোনও সিদ্ধান্ত নিতে পারলো না মাদ্রাজ হাইকোর্ট। এই ঘটনায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের বিচারকের দৃষ্টিভঙ্গি আলাদা থাকাতেই রায়দান করা সম্ভব হয়নি বলে খবর। আদালতের এই রায়ে আপাতত স্বস্তিতে এআইডিএমকে-এর ১৮ বিধায়ক ৷
প্রসঙ্গত গত বছর তামিলনাড়ু বিধানসভার অধ্যক্ষ ১৮ জন বিধায়কের প্রতি অনাস্থা এনে ছিলেন ৷ তাদের বিধায়ক খারিজ সংক্রান্ত মামলায় ৷ আজ তাঁদের বিরুদ্ধে রায়দান না হওয়ায় এআইডিএমকের পক্ষ থেকে জানানো হয়েছে তাঁরা এই ১৮ বিধায়ককে সমর্থন চালিয়ে যাবেন ৷ যতদিন না তাঁদের বিরুদ্ধে কোনও রকম অপরাধ প্রমাণিত হয় ৷৷
Be the first to comment