বৃষ্টি বিধ্বস্ত বাংলাদেশ, ধসে মৃতের সংখ্যা বাড়ছে

Spread the love

বিশেষ প্রতিনিধি,

টানা বৃষ্টি চলছে ৷ এরই মধ্যে বাংলাদেশের রাঙামাটির নানিয়ারচর উপজেলায় পাহাড়–‌ধসে ১১ জনের মৃত্যু হয়েছে। উপজেলার বড়পুলপাড়ায় দুই পরিবারের ৪ জন, ধর্মচরণ কার্বারিপাড়ায় একই পরিবারের ৪ জন, হাতিমারা এলাকায় ২ জন এবং গিলাছড়ি ইউনিয়নের মনতলা এলাকায় একজন মারা গেছেন। পাহাড়–ধসের কারণে রাঙামাটি–খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম ও রাঙামাটির সড়কে যান–চলাচলও বন্ধ হয়ে পড়েছে।

উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোয়ালিটি চাকমা জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে মঙ্গলবার ধস নামে পাহাড়ে। এক বছর আগে এই দিনটিতেই রাঙামাটির বিভিন্ন স্থানে ধসে ১২০ জনের প্রাণহানি হয়। নানিয়ারচরে অবশ্য কেউ মারা যাননি গত বছর। কোয়ালিটি চাকমা বলেন, মহাসড়ক দুটির কয়েকটি স্থান জলস্রোতে তলিয়ে যাওয়ায় যানবাহন চালানো যাচ্ছে না। এছাড়া শহরের নিম্নাঞ্চলও ডুবে গেছে। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও আরও ভূমিধস হতে পারে। ‌

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*