ধার্মিক ও সংস্কারী সন্তানের জন্ম না দিতে পারলে, সারা জীবন বন্ধ্যা হয়ে থাকাই ভালঃ পান্নালাল শাক্য

Spread the love

প্রধানমন্ত্রীর যখন তখন মুখ না খোলার বার্তার থোড়াই কেয়ার। ফের বিতর্কে মধ্যপ্রদেশের বিজেপির পান্নালাল শাক্য। এবার মহিলাদের উদ্দেশে উপদেশ দিতে গিয়ে বিপত্তি বাধালেন। তিনি বলেন, ধার্মিক ও সংস্কারী সন্তানের জন্ম না দিতে পারলে, সারা জীবন বন্ধ্যা হয়ে থাকাই ভাল।’ বলাই বাহুল্য ঘটনার পরই সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

জানা দিয়েছে, বিতর্কিত মন্তব্যের জন্যই পান্নালালকে খানিকটা এড়িয়ে চলে মধ্যপ্রদেশের বিজেপি নেতৃত্ব। কিন্তু এলাকায় প্রভাব থাকায় তাকে পুড়োপুড়ি এড়ানোও সম্ভব নয়। নিজের কেন্দ্র গুনার একটি জনসভায় বক্তৃতাকালে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাহুল গান্ধিকে আক্রমণ করেন তিনি। এরপরেই পান্নালালে মুখে বিতর্কিত মন্তব্য, ‘সংস্কারি সন্তানের জন্ম দিতে না পারলে, বন্ধ্যা হয়ে থাকুন।’ আর রোল মডেল হিসেবে রামচন্দ্রের মা কৌশ্যলাকেই অনুসরণ করার কথা ঘোষণা করেন।

এর আগে ইতালিতে বিরাট কোহালির বিয়ের আসর নিয়েও মন্তব্য করে বিজেপির অস্বস্তি বাড়িয়েছিলেন। ‘টাকা রোজগার ভারতে, আর বিয়ে ইতালিতে? কেন ভারতে কি বিয়ে করার জায়গা নেই?’ এই মন্তব্য তীব্র বিতর্কের জন্ম দেয় সেইসময়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*