দিল্লির বায়ু বিষাক্ত হয়ে পড়ছে। অথচ আমলারা সব ধর্মঘট করে বসে রয়েছে। ৩ মাস ধরে দূষণ নিয়ন্ত্রণ পরিষদের বৈঠক বন্ধ। সব ধরনের কাজ বন্ধ। যদি এই পরিস্থিতির প্রতিকার না হয়, তাহলে সরাসরি প্রধানমন্ত্রীর অফিসের সামনেই এবার ধর্নায় বসবেন। জানিয়ে দিলেন অরবিন্দ কেজরিওযাল। এই নিয়ে চার দিনে পড়ল দিল্লির মুখ্যমন্ত্রীর ধর্না।
এদিকে গতকালই কেজরির পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট, একজন মুখ্যমন্ত্রীর উপযুক্ত মর্যাদা প্রাপ্য। উপরাজ্যপাল ও ভারত সরকারের প্রতি আবেদন, অবিলম্বে সমস্যা মেটান, যাতে মানুষকে দুর্ভোগে পড়তে না হয়।
আপের জমায়েতে হাজির হন বিজেপির যশবন্ত সিনহাও। তিনি বলেন, ‘অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকলে, মন্ত্রীদের এই সঙ্কট কাটাতে তৎপর হতে নির্দেশ দিতেন।’ সমাজবাদী পার্টি, আরজেডি, জেডি(এস), সিপিএম এবং আরএলডি নেতাদের সঙ্গে তিনি কথা বলেছেন। তাঁরা এই আন্দোলনকে সমর্থন করার আশ্বাস দিয়েছেন।
Be the first to comment