অপেক্ষার প্রহর শেষ। আজ বৃহষ্পতিবারই হল সেই মাহেন্দ্রক্ষণ। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ভারতীয় সময় রাত সাড়ে আটটায় রাশিয়া-সৌদি আরব ম্যাচ দিয়ে শুরু হবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’। বিশ্বকাপ ফুটবলের জন্য মোট ১১টি শহর বেছে নিয়েছে রাশিয়া। সবগুলো শহরেই উৎসব-আমেজ। স্বভাবতই, সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের চোখ এখন প্রথমবারের মতো আয়োজক রাশিয়ার ওপর। বিশ্বের সেরা সব ফুটবল শিল্পীর নয়নাভিরাম নৈপুণ্যের ঝলক, আগুন ঝরানো পারফরমেন্স দেখার অপেক্ষায় গোটা বিশ্বের ফুটবলপ্রেমী।
কে জিতবে কাপ? আরও কয়েকমাস আগে থেকেই শুরু হয়েছে চুলচেরা বিশ্লষন। কারো মতে, এবারের আসরে কাপ জিতবে ‘এন জে টেন’-এর ব্রাজিল। আবার কেউ ‘এল এম টেন’-এর আর্জেন্টিনা। কারো আবার হৃদয়ের বিশাল একটা অংশজুড়ে ‘সি আর সেভেন’। বলা হচ্ছিল এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি তারকা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের নেইমার, দুইবারের শিরোপা জয়ী আর্জেন্টিনার লিওনেল মেসি ও ইউরো জয়ী পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কথা। সন্দেহ নেই মেসি, নেইমার ও রোনাল্ডোই এবারের আসরের সবচয়ে জনপ্রিয় ও আলোচিত তারকা।
যদিও বিশ্বের ফুটবলপ্রেমীদের হৃদয়ে বড় একটা অংশজুড়ে স্থান করে নিয়েছেন হালের সেনসেশন মিসরের মোহাম্মদ সালাহ। ইংলিশ জায়ান্ট লিভারপুলের জার্সিতে অসাধারণ সব গোল করে চলে এসেছেন মহাতারকার কাতারে। তবে এই ভাললাগা-ভালবাসায় অভিমান করতে পারেন বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি, দুইবারের শিরোপা জয়ী ফ্রান্স, একবারের আসর সেরা স্পেন ও ইংল্যান্ডের সমর্থকরা। কারণ, শিরোপা জয়ের মতো তকমা তাদেরও রয়েছে। তাই সব দলই সামর্থ্য রাখে সমস্ত হিসাব পাল্টে দিয়ে ‘শিরোপা’ নামক বিশ্বকাপের মহানায়ককে জয় করার।
Be the first to comment