সবথেকে ভয়ঙ্কর জলসঙ্কটের মুখে দাঁড়িয়ে ভারত

Spread the love

ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর জলসঙ্কটের মুখে দাঁড়িয়ে ভারত। নীতি আয়োগের রিপোর্ট এই আশঙ্কার কথাই জানাচ্ছে। তাদের কথা, দেশের ৬০ কোটি মানুষ এখন দারুণ জলের অভাবের মধ্যে রয়েছেন। পর্যাপ্ত পানীয় জলের অভাবে ফিবছর মারা যান ২ লাখ মানুষ। এখন যা জলের চাহিদা, ২০৩০ সালে তা দ্বিগুণ হয়ে যাবে। তখন জলাভাব হবে আরও তীব্র। জাতীয় অভ্যন্তরীণ গড় উৎপাদন কমবে ৬ শতাংশ।

কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের রিপোর্ট বলছে, ২০২০ সালের মধ্যে দেশের ২১টি বড় শহরে ভুগর্ভস্থ জল ফুরিয়ে যাবে। তাতে ক্ষতি হবে ১০ কোটি মানুষের। আরও জানা যাচ্ছে, দেশে ৭০ ভাগ জলই দূষিত। ফলে জলের গুণমানের তালিকায় ১২২ টি দেশের মধ্যে ভরাত ১২০ স্থানে। জলব্যবহার নিয়ন্ত্রণে সবথেকে ভালো জায়গায় গুজরাট। খারাপ অবস্থায় উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার, হরিয়ানা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*