কিমকে রাশিয়াতে আমন্ত্রণ জানালেন পুতিন

Spread the love
বিশেষ প্রতিনিধি,
উত্তর কোরিয়ার শাসক কিম জং উনকে রাশিয়াতে আসার আমন্ত্রণ জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ এজেন্সি প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, ‘‘ট্রাম্পকে পিয়ংইয়ংয়ে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন কিম জং উন৷ উল্টোদিক থেকেও এসেছিল একই আমন্ত্রণ৷ আমেরিকায় যাওয়ার জন্য কিমকে আমন্ত্রণ জানান ট্রাম্প৷ দু’জনই সাদরে আমন্ত্রণবার্তা গ্রহণ করেছেন৷’’
এদিকে এই বৈঠককে স্বাগত জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সমগ্র বিষয়টিকে ‘সাহসী’পদক্ষেপ বলে অভিহিত করেন তিনি। এছাড়া ওই বৈঠক থেকে ইতিবাচক কিছু আশা করছেন বলেও জানান সংবাদ মাধ্যমকে৷ এর পাশাপাশি কয়েকদিন আগেই তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটন প্রস্তুত থাকলেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি কানাডার কুইবেকে জি-৭ আউটরিচ সম্মেলনে পুনরায় রাশিয়াকে অন্তর্ভুক্ত করার সুপারিশের জন্য ট্রাম্পকে স্বাগতও জানান তিনি।
প্রসঙ্গত, কিছুদিন আগেই এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকেছে প্রায় গোটা বিশ্ব৷ মুখোমুখি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং উত্তর কোরিয়ার কিম৷ মঙ্গলবার সিঙ্গাপুরে বহু প্রতীক্ষিত বৈঠকে বসেন দুই রাষ্ট্রনেতা ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন৷ সেনটোসা দ্বীপের ক্যাপেল্লা হোটেলে সৃষ্টি হয় ইতিহাস৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*