বিশেষ প্রতিনিধি,
পালিত হচ্ছে ঈদ উল ফিতর। এক মাস রোজার পর ভারতজুড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ ঈদের আনন্দে মেতেছেন। পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র,বিহার, ত্রিপুরা, আসামসহ দেশের অন্য রাজ্যগুলিতেও যথাযথ মর্যাদায় ঈদুল ফিতর পালিত হচ্ছে। শুধু ধর্মপ্রাণ মুসলিমরা নন, গোটা রাজ্যেও সবাই সামিল এই মিলনোৎসবে। গতকাল শুক্রবার আরব–সহ মধ্য প্রাচ্যের অন্য দেশগুলিতে ইদ পালিত হয়েছে। তবে এখানে চাঁদ দেখা যায়নি ওই দিন। তাই গোটা দেশে আজই ঈদ পালন করা হচ্ছে। সকালের নমাজ শেষে ছোটদের কলরবে মুখরিত হয়ে ওঠে চারদিক। ভেসে আসে ইদের শুভেচ্ছাবার্তা। রকমারি ফল, কাজু, কিসমিস, সেমাই, টুপি,সুগন্ধী আতরের পসরা সাজানো হয় দেশের বিভিন্ন বাজারে। সন্ধে হতে না হতেই আলোর রোশনাইয়ে ঝলমল করে উঠবে গোটা দেশ। পাড়ার মোড়গুলি সেজে উঠেছে তোরণে। ঈদের খুশি ভাগ করে নেবেন কোলাকুলি করে একে–অপরের সঙ্গে।
তীব্র গরম উপেক্ষা করে সকালেই দেশের বিভিন্ন প্রান্তে নমাজে সামিল হন অসংখ্য মানুষ। প্রতি বারের মতো রাজনৈতিক নেতারা ইদ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান। দীর্ঘ একমাস রোজা পালনের পর আজ সেই শুভদিন৷ দেশবাসীকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খুশির ঈদে দেশে শান্তি, একতা এবং সৌভাতৃত্বের বন্ধন সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
Be the first to comment