আষাঢ়স্য প্রথম দিবসেও গা জ্বালানো গরম। হাওয়া অফিসের হিসেবমতো ১৫ জুন বর্ষা আসার কথা দক্ষিণবঙ্গে। কিন্তু এবার বর্ষা যেন প্রথম থেকেই উল্টোপাল্টা। উত্তরবঙ্গের আগে দক্ষিণবঙ্গে সক্রিয় হয়েছিল মৌসুমী বায়ু। যদিও সেটা বেশিদিন স্থায়ী হয়নি। দু–তিন দিন মাঝারি থেকে হাল্কা বৃষ্টির পরেই উত্তরবঙ্গে সরে যায় মৌসুমি বায়ু। সেখানে বৃষ্টি হলেও রীতিমতো জ্বলছে দক্ষিণবঙ্গ। আগামি ৪৮ ঘণ্টা এর কোনও পরিবর্তন হবে না। অস্বস্তিকর গরমই বজায় থাকবে। তাপমাত্রা ঘোরাফেরা করবে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শনিবার শহরের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু’দিন তা আরও বাড়বে। সঙ্গে বইবে গরম হাওয়া।
Be the first to comment