কয়েকদিন ধরেই খোঁজ চলছিল ওয়া তিবার। ৫৪ বছর বয়সী এই মহিলাকে গত বৃহষ্পতিবার শেষবার নিজের বাগানে কাজ করতে দেখা গিয়েছিল। তাপর থেকেই নিঁখোজ। অবশেষে একটি ২৩ ফুট লম্বা অজগরের পেট থেকে উদ্ধার হল তিবার মৃতদেহ। ইন্দোনেশিয়ার মুনা আইল্যান্ডের পার্সিপিয়ান লইলা গ্রামের ঘটনা। জানা গেছে, বৃহষ্পতিবার রাতে বাড়ি ফিরে না আসায়, সন্ধান শুরু করে প্রতিবেশীরা। পরদিন বাগানে একটি ২৩ ফুট লম্বা অজগরের দেখা মেলে। অজগরটির পেটের স্ফীত অংশ দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের। তারপরেই পেট চিরে দলাপাকানো তিবার দেহ উদ্ধার হয়। ইন্দোনেশিয়ায় হামেশাই অজগরের দেখা মেলে। তবে এগুলো সাধারণত ছোটখাট জন্তুদেরই শিকার করত। মানুষকে আক্রমণ রীতিমতো বিরল ঘটনা। ফলে নতুন করে অজগর আতঙ্ক বাড়ছে গ্রামে।
Be the first to comment