মেসির পেনাল্টি মিস। বার বার গোলমুখো শট করেও ব্যর্থতা। সবমিলিয়ে বিশ্বকাপের শুরুটা মোটেই ভাল হল না আর্জেন্টিনার। বারবার চেষ্টা করেও আইসল্যান্ডের ডিফেন্সে ফাঁটল ধরাতে ব্যর্থ মেসিরা। প্রথমার্ধে এক গোলে এগিয়ে গেলও দ্রুত সমতা ফেরায় আইসল্যান্ড। বেশ কয়েকবার সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় টিম আর্জেন্টিনা। হতে পারে মেসির শেষ বিশ্বকাপ। তাই দর্শকের আবেগের পারদও ছিল তুঙ্গে। কিন্তু দর্শকদের প্রত্যাশা পূরণে ব্যার্থ ডি মারিয়া, হিগুয়েন, নিকোলাস, তাগলিয়াফিকোরা। ২০ মিনিটের মাথায় প্রায় একক প্রচেষ্টায় বাঁ পায়ের দারুণ এক শটে গোল পেলেন সার্জিও আগুয়েরো। আর্জেন্টিনার গোলের আনন্দ স্থায়ী হয়েছে মাত্র ৪ মিনিট। প্রতিআক্রমণে আইসল্যান্ডের আলফ্রেড ফিনবোগাসনের বানিয়ে দেওয়া সুযোগটা কাজে লাগাতে পারেননি হরদুর বিয়ুর্গভিন মাগনুসন। ফিরতি বলে নিজেই তাই কাজ সারলেন ফিনবোগাসন। ম্যাচে ফিরল আইসল্যান্ড (১-১)। সেই সঙ্গে আর্জেন্টিনার রক্ষণ নিয়েও তুলে দিয়ে গেল একরাশ প্রশ্ন চিহ্ন।
আগের দিন পর্তুগালের জার্সিতে হ্যাটট্রিক করে প্রত্যাশার সীমাটা আকাশে তুলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আজ লিওনেল মেসি কী করেন, এ নিয়েই ছিল সবার আগ্রহ। কিন্তু ৬৪ মিনিটে সেই মেসিই করলেন পেনাল্টি মিস! পেনাল্টি থেকে গোল করতে না পারা মেসির সেই পুরোনো রোগটাই ২ পয়েন্ট হারাতে বাধ্য করল আর্জেন্টিনাকে। পুঁচকে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ ড্র দিয়ে শুরু হলো আর্জেন্টিনার বিশ্বকাপ। ডি গ্রুপটা মৃত্যুকূপ না হলেও জটিল সমীকরণ তৈরি করে দিতে পারে। সেই হিসাবে প্রথম ম্যাচেই ড্র আর্জেন্টিনাকে আরও বড় শঙ্কার মুখে ঠেলে দিতে পারে। যদিও সবে শুরু। ট্রাকে ফেরার সুযোগ শেষ হয়নি, এটাই স্বান্তনা।
Be the first to comment