ম্যাচের আগেই মন খারাপ নাইজেরিয় সমর্থকদের। কারণ সৌভাগ্যের প্রতীক মুরগি নিয়ে মাঠে প্রবেশের উপর নিষেজাজ্ঞা জারি করেছে ফিফা কর্তৃপক্ষ। শনিবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মরা মুরগি নিয়ে গলা ফাটাতে পারছেন না তারা। সৌভাগ্য ধরে রাখতে কত কিছুই তো করে সমর্থকেরা। নাইজেরিয়া সমর্থকেরা যেটা করেন, সেটা অবশ্য একটু ভিন্ন ধরনের। মাঠে জীবন্ত মুরগি নিয়ে আসেন তারা।
আগেও বহুবার তারা জাতীয় পতাকার রঙে রাঙিয়ে মুরগি নিয়ে এসেছিল মাঠে। তবে ম্যাচের ভেন্যু কালিনিনগ্রাদ কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে মুরগি নিয়ে মাঠে ঢোকা যাবে না। এমনকি নাইজেরিয়া ফেডারেশন থেকেও এ নিয়ে কোনও আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়নি কর্তৃপক্ষের কাছে। এই নিয়ে নাইজেরিয় কর্তৃপক্ষের ওপরও চটেছে ভক্তরা। তবে মাঠে নিতে না পারলেও মাঠের বাইরে মুরগি নিয়ে চলাফেরায় বাধা নেই। বরং কালিনিনগ্রাদ কর্তৃপক্ষ পছন্দসই মুরগি পাওয়ার জন্য সবরকম সাহায্য করারও ঘোষণা করেছে
Be the first to comment