রাশিয়া বিশ্বকাপে মেসি, নেইমারদের নামার আগেই লাইম লাইটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সোচিতে স্পেনের বিরুদ্ধে হ্যাটট্রিক করে ছুঁয়ে ফেললেন পুসকাসকে। সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে হ্যাটট্রিকের নজির রোনাল্ডোর। সঙ্গে টানা আটটি বড় টুর্নামেন্টে গোল করার কীর্তি সিআর সেভেনের।
২০০৬ সালে প্রথম বিশ্বকাপ খেলতে নেমে এক গোল করেছিলেন। ২০১০ বিশ্বকাপেও একটি গোল। দুঃস্বপ্নের ২০১৪ বিশ্বকাপে গ্রুপ পর্বে বিদায় নিলেও নামের পাশে এক গোল ছিল সিআর সেভেনের। আর শুক্রবার স্পেনের বিরুদ্ধে ৪ মিনিটের মধ্যেই গোল করে ফেললেন তিনি। রোনাল্ডো ছাড়াও টানা চারটি বিশ্বকাপে গোল করেছেন জার্মানির উভে জিলা, ব্রাজিলের পেলে ও জার্মানির মিরোস্লাভ ক্লোসা। ২০০৪ সালে ইউরো কাপ দিয়ে শুরুটা করেছিলেন সিআর সেভেন। এর পরের তিনটি ইউরোর আসরেও গোল করেন তিনি। চারটি বিশ্বকাপ আর চারটি ইউরো কাপ -আন্তর্জাতিক ফুটবলে টানা আটটি বড় প্রতিযোগিতায় গোল করে নয়া কীর্তি গড়লেন মাইলস্টোন ম্যান।
Be the first to comment