কর ফাঁকি মামলায় স্পেনের আদালতের সাজা শুনেই মাঠে নেমেছিলেন রোনাল্ডো। স্পেনের বিরুদ্ধে হ্যাটট্রিক করে রোনাল্ডো যেন জানান দিলেন এবার রাশিয়া মাতাতে এসেছেন তিনি। আগের তিনটি বিশ্বকাপে যেখানে মাত্র তিনটি গোল করেছিলেন এবার সেখানে প্রথম ম্যাচেই ৩ গোল করলেন সিআর সেভেন। বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকের কৃতিত্ব এখন রোনাল্ডোর। ৩৩ বছর ১৩০ দিন বয়সে হ্যাটট্রিক করে ছাপিয়ে গেলেন রব রেনসেনব্রিঙ্ককে। ইরানের বিরুদ্ধে ১৯৭৮ সালে ৩০ বছর ৩৩৫ দিন বয়সে হ্যাটট্রিক করেছিলেন এই ডাচ ফুটবলার।
ক্লাব ও দেশের হয়ে মোট ৫১ টি হ্যাটট্রিক হল রোনাল্ডোর বিশ্বকাপের ইতিহাসেও এটি ৫১ তম হ্যাটট্রিক। হ্যাটট্রিক করে পুসকাসকে ছুঁলেন রোনাল্ডো। দেশের জার্সিতে ৮৪ গোল দু’জনেরই। রোনাল্ডোর সামনে এখন শুধু আলি দেই। দেশের জার্সিতে সবচেয়ে বেশি গোলের রেকর্ড রয়েছে ইরানের আলি দেইয়ের। তিনি গোল করেছেন ১০৯টি।
Be the first to comment