রিপোর্টার-(সুভাষ মজুমদার) প্রয়াত জেলা পরিষদ সদস্য মালা সাহার স্বরণ সভা অনুষ্ঠিত হলো তারকেশ্বরের রামনগর গ্রামে।
উল্লেখ্য বেশ কিছু দিন জ্বরে ভোগার পর আকলে মৃত্যু হয়ে ছিল তৃণমূল কংগ্রেস এর তারকেশ্বর বিধানসভার ৩৩ নম্বর জেলা পরিষদের প্রার্থী মালা সাহার। গত পঞ্চায়েতেও তিনি জেলা পরিষদের প্রার্থী ছিলেন।
আজ একটি আনুষ্ঠানিক মঞ্চ করে তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে স্বরণ সভা অনুষ্ঠত হয়।
উপিস্থিত ছিলেন তারকেশ্বর পৌরসভার উপ পৌর প্রধান উত্তম কুন্ডু, এবং পঞ্চায়েত প্রধান বাপি রায় , এছাড়াও তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববৃন্দ।
এই সভা শুরু হয় বিকেল পাঁচটায় এবং শেষ হয় সাতটায়। বহু তৃণমূল কর্মী সমর্থক এই স্বরণ সভায় উপস্থিত ছিলেন। প্রয়াত জেলা পরিষদ সদস্য মালা সাহার স্বরণ সভা অনুষ্ঠিত হলো তারকেশ্বরের রামনগর গ্রামে।
উল্লেখ্য বেশ কিছু দিন জ্বরে ভোগার পর আকলে মৃত্যু হয়ে ছিল তৃণমূল কংগ্রেস এর তারকেশ্বর বিধানসভার ৩৩ নম্বর জেলা পরিষদের প্রার্থী মালা সাহার।
গত পঞ্চায়েতেও তিনি জেলা পরিষদের প্রার্থী ছিলেন।
আজ একটি আনুষ্ঠানিক মঞ্চ করে তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে স্বরণ সভা অনুষ্ঠত হয়।
উপিস্থিত ছিলেন তারকেশ্বর পৌরসভার উপ পৌর প্রধান উত্তম কুন্ডু, এবং পঞ্চায়েত প্রধান বাপি রায় , এছাড়াও তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববৃন্দ।
এই সভা শুরু হয় বিকেল পাঁচটায় এবং শেষ হয় সাতটায়। বহু তৃণমূল কর্মী সমর্থক এই স্বরণ সভায় উপস্থিত ছিলেন। পাশাাপাশি এদিন প্রাক্তন প্রয়াত প্রধান গৌরীশঙ্কর ঘোষ মন্ডল এর স্বরণ সভা করা হয়।s: সাথে প্রাক্তন প্রয়াত প্রধান গৌরীশঙ্কর ঘোষ মন্ডল এর স্বরণ সভা করা হয়।
Be the first to comment