নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love
দিল্লির অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে আইএএস অফিসারদের ধর্মঘট প্রত্যাহারের দাবিতে টানা ৬দিন ধরে উপরাজ্যপালের বাড়িতে ধর্ণা দিচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী। এদিন তাঁদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ চার রাজ্যের মু্খ্যমন্ত্রী। তবে সেই অনুমতি দেননি উপরাজ্যপাল অনিল বৈজল। অগত্যা কেজরিওয়ালের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়, এইচডি কুমারস্বামী, পিনরাই বিজয়ন ও চন্দ্রবাবু নাইডু।
সাংবাদিক বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী বলেন,”গণতন্ত্রে বিরোধী দলেরও মর্যাদা আছে। দিল্লি দেশের রাজধানী। ৪ মাস ধরে এখানে উন্নয়নের কাজ থমকে রয়েছে। লেফটেন্যান্ট গভর্নর ৬ সেকেন্ডে সময় দেননি দিল্লির মুখ্যমন্ত্রীকে। বিদ্যুত, দূষণ বাড়লে ভুক্তভোগী হন সাধারণ মানুষই।” মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন,”৪ মাস ধরে বিষয়টির সমাধান হচ্ছে না। রাজধানীতেই এই অবস্থা হলে দেশে কী হবে! উপরাজ্যপালকে চিঠি লিখেছিলাম, আমরা অরবিন্দের সঙ্গে দেখা করতে চাই। মৌখিকভাবেই আমাদের আসতে মানা করলেন। সন্ধে থেকে ৩-৪ ঘণ্টা অপেক্ষা করেছি। আমাদেরও সময়ের দাম আছে। শুধু দিল্লি নয়, যে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীই সমস্যায় পড়লে পাশে দাঁড়াব।”
বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবিধানিক সঙ্কট কাটাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইবেন। মমতার কথায়,”রাষ্ট্রপতি থাকলে ওনার সঙ্গে কথা বলতাম। আগামিকাল নীতি আয়োগের বৈঠকে চা চক্রে প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি উত্থাপন করব। তাঁকে বলব এর সমাধান করুন।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*