গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির পদত্যাগ বার্তা নিয়ে তদন্তের নির্দেশ। সাইবার শাখাকে তদন্তের দায়িত্বভার দেওয়া হয়েছে। ‘পদত্যাগ করতে চলেছেন বিজয় রূপানি।’ প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এরকমই একটি বার্তা। স্বাভাবিকভাবেই গুঞ্জন বাড়ছিল। তা ঠেকাতেই বিষয়টি তদন্ত করার নির্দেশ দিয়েছে গুজরাট সরকার। গুজবে আরও ইন্ধন যোগায় পতিদার নেতা হার্দিক প্যাটেলের বক্তব্য। কয়েকদিন আগে তিনিও দাবি করেন, রূপানিকে সরিয়ে ক্ষমতায় আসবেন ক্ষত্রিয় বা প্যাটেল নেতা।
সেই সঙ্গে বিষফোঁড়ার মত যোগ হয় উপমুখ্যমন্ত্রী নিতিন প্যাটেলের দিল্লি ভ্রমণ। সবমিলিয়ে দ্রুত পদত্যাগের গুজবের ডালপালা আরও ছড়াতে থাকে। পরিস্থিতি অন্যদিকে যাচ্ছে বুঝতে পেরে, তড়িঘড়ি আসরে নেমে পড়েন বিজেপির প্রথম সারির নেতারাও। তাঁদের দাবি, রাজ্যকে অশান্ত করে তুলতেই পরিকল্পিত ভাবে ভুয়ো বার্তা ছড়ানো হচ্ছে। সরকারের পক্ষ থেকেও সাইবার শাখাকে বিষয়টি তদন্ত করে দেখার কথা বলা হয়েছে।
Be the first to comment