সেন্ট পল’স কলেজের ছাত্র নিগ্রহের ঘটনায় ২ অভিযুক্তকে বহিষ্কার করল কর্তৃপক্ষ। বহিষ্কৃতরা হলেন ইউনিট সভাপতি অর্ণব ঘোষ, অভিজিত দলুই। ৮ সদস্যের তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ছাত্র সংগঠনের আর্থিক দুর্নীতির প্রতিবাদ করায় এক ছাত্রকে ‘নগ্ন’ করে ঘোরানোর অভিযোগ ওঠে সহপাঠীদের বিরুদ্ধে।
নিগৃহীত ছাত্রের বক্তব্য অনুযায়ী, কলেজের অস্থায়ী কর্মী অনন্ত প্রামাণিক, ইউনিট সভাপতি অর্ণব, অভিজিত দলুই এবং এনামুল হক নামের এক টিএমসিপি সদস্য ইউনিয়ন রুমের মধ্যেই তাঁর উপর চড়াও হয়। টেনেহিঁচড়ে তাঁর পোশাক খুলে নেয়। ‘নগ্ন’ অবস্থাতেই তাঁকে দিয়ে দৌড় করানো হয়। মোবাইলে তুলে রাখা হয় সেই ভিডিও। পরে গোটা দৃশ্যটি ভিডিও তুলে ভাইরাল করে দেওয়া হয়। কলকাতার নামী কলেজের এহেন ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায়। প্রথমে মুখে কুলুপ এঁটে ঘটনাটি এড়াতে চাওয়ার অভিযোগ ওঠে কর্তৃপক্ষের বিরুদ্ধে। কিন্তু শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে তদন্ত কমিটি গড়তে বাধ্য হয় পরিচাল সমিতি। ৪ অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় আমহার্স্টস্ট্রিট থানায়। পরদিনই কলেজের অস্থায়ী অশিক্ষক কর্মী অনন্ত প্রামানিককে সাসপেন্ড করা হয়।
Be the first to comment