নীতি আয়োগের বৈঠকে রাজ্যের জন্য বিশেষ মর্যাদার দাবি তুললেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তাৎপর্যপূর্ণভাবে চন্দ্রবাবু নাইডুকে সমর্থন জানান বিহারের মুখ্যমন্ত্রীও। সূত্রের খবর, এছাড়াও বৈঠকে পোলাভারাম প্রজেক্ট, বন্যা কবলিত রাজ্যগুলির সাহায্য, নোট বাতিল থেকে শুরু করে জিএসটি নিয়েও আলোচনা হয়ছে বলে জানা গেছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাল মিলিয়ে ২০১১ সালে জনগননা অনুসারে পঞ্চদশ অর্থ কমিশনের ব্যবস্থা গ্রহণ ও রাজগুলিকে আর্থিক জরিমানা না করার প্রস্তাবও দেন। প্রসঙ্গত, তেলেগু দেশম পার্টি দীর্ঘদিন ধরেই বিশেষ রাজ্যের মর্যাদার দাবি তুলেছিল। সেই দাবি পুরণ না হওয়ায় এনডিএ জোট থেকে বেড়িয়ে যায় চন্দ্রবাবুর দল। সম্প্রতি বিহারও এই একই দাবি জানিয়েছে। নীতি আয়োগের বৈঠকে সুকৌশলে ফের আরও একবার নিজের দাবি জোরদার করলেন নীতিশ।
Be the first to comment