আগামী তিন মাস বন্ধ থাকছে গরুমারা জাতীয় উদ্যান, নেওড়াভ্যালি জাতীয় উদ্যান, চাপড়ামারি অভয়ারণ্য। ১৫ই সেপ্টেম্বর থেকে ফের দর্শকদের জন্য খুলে দেওয়া হবে জঙ্গল। দার্জিলিং জেলার মহানন্দা অভয়ারণ্য, আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যান, বক্সা ব্যাঘ্র প্রকল্প সহ গোটা রাজ্যের সবগুলি বনাঞ্চলের ক্ষেত্রেই এই নির্দেশ জারি হয়েছে। কারণ, এই সময়টা বন্য প্রাণীদের প্রজননের মরশুম। তাই তাদের যাতে কোন রকম অসুবিধা না হয় তাই বহিরাগতদের জঙ্গলে প্রবেশের উপর নিষেধাজ্ঞা থাকে।
তাছাড়া জঙ্গলের ভেতরের রাস্তাগুলি বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে যায়। ফলে যানবাহন চলাচল করলে অবস্থা আরও খারাপ হতে পারে। যদিও চাপড়ামারি অভয়ারণ্যের ওয়াচটাওয়ার পর্যটকদের জন্য খোলা রাখা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ওয়াচটাওয়ার খোলা রাখায় সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগ তুলেছে কিছু পরিবেশ সংগঠন। যদিও জঙ্গল কর্তৃপক্ষের বক্তব্য, এটি গভীর জঙ্গল এলাকার মধ্যে পড়ে না। তাই খোলা রাখা হয়েছে।
Be the first to comment