নিউ জার্সির রাজধানী ট্রেনটনের রোবলিং মার্কেটে ২৪ ঘণ্টাব্যাপী শিল্প উৎসব চলাকালীন এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে দুই বন্দুকবাজ।জখম হন কমপক্ষে ২২ জন। একথা জানান মার্সার কাউন্টির সরকারি আইনজীবী অ্যাঞ্জেলো ওনোফোরি। তৎক্ষণাৎ পদক্ষেপ নেয় পুলিস।পুলিস জানিয়েছে, ভোররাতে অনুষ্ঠানে যখন প্রচুর মানুষের জমায়েত হয়েছিল, তখনই ওই দুই বন্দুকবাজ হলরুমে ঢুকে পড়ে গুলি ছোড়ে। কেন তারা এই কাজ করল তা জানতে ধৃত বন্দুকবাজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জখমদের মধ্যে ১৭ জনের গুলি লেগেছে। বাকিরা ধাক্কাধাক্কিতে জখম হয়েছেন। সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখমদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিসের পাল্টা গুলিতে নিকেশ হয়েছে এক বন্দুকবাজ। প্রাথমিক তদন্তে পুলিস জানিয়েছে, ওই বন্দুকবাজের নাম তাহাজি ওয়েল্স। বয়স ৩৩ বছর। দ্বিতীয় বন্দুকবাজকে গ্রেপ্তার করেছে পুলিস। তাদের কাছ থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ১২ বছর ধরে চলা ওই শিল্প উৎসবে প্রধানত স্থানীয় শিল্পকলা, গান, নাচ, খাওয়াদাওয়া এবং চলচ্চিত্রকে তুলে ধরা হয়।
Be the first to comment