যুদ্ধবিরতি নিয়ে কাশ্মীরে জোট শরিক পিডিপির সঙ্গে বিরোধ বাড়ছে। তাদের জম্মু কাশ্মীরের বিধায়ক ও দলের কর্মকর্তাদের মঙ্গলবার দিল্লিতে জরুরি তলব করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে তাদের সঙ্গে কথা বলবেন অমিত। বিশেষ করে, রমজান মাসের যুদ্ধবিরতি তুলে নেওয়ার পর কী অবস্থা সেখানে, তা নিয়েও আলোচনা হবে।
দলের রাজ্য সভাপতি রবীন্দ্র রায়না ও সাধারণ সম্পাদক অশো কলকেও ডাকা হয়েছে। সরকারের জোটসঙ্গী পিডিপির সঙ্গে সম্পর্কের অবনতির প্রেক্ষিতে এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। যুদ্ধবিরতি প্রত্যাহার করায় মুক্যমন্ত্রী মেহবুবা মুফিত খুশি নন বলেই অন্দরের খবর। সাংবাদিক সুজাত বুখারি ও সেনা জওয়ান আওরঙ্গজেবের হত্যাকাণ্ডের পরই যুদ্ধবিরতি প্রত্যাহার করা হয়েছে। ২৩ জুন দুদিনের সফরে অমিত শাহর কাশ্মীরে যাওয়ার কথা। বিজেপি মন্ত্রীদের কাজকর্ম ও জোটের অবস্থান নিয়েও কথা হবে বৈঠকে। মাত্র দুমাস আগেই বিজেপি মন্ত্রীদের দফতর বদল করা হয়েছে।
Be the first to comment