জম্মু কাশ্মীরে জারি হল রাজ্যপালের শাসন। জোট ছেড়ে বিজেপি বেরিয়ে যাওয়ার পর মঙ্গলবারই পদত্যাগ করেছিলেন পিডিপির মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যপাল এন এন ভোহরা রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পাঠিয়ে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেন। বুধবার সকালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সেই সুপারিশ মঞ্জুর করেছেন। দেশের সব রাজ্যে নির্বাচিত সরকার ভেঙে গেলে সংবিধানের ৩৫৬ ধারা অনুযায়ী রাষ্ট্রপতির শাসন জারি হয়। কিন্তু জম্মু কাশ্মীরের ক্ষেত্রে জারি হয় রাজ্যপালের শাসন। জম্মু কাশ্মীরের সংবিধানের ৯২ ধারা অনুসারে ৬ মাসের জন্য রাজ্যপালের শাসন জারি করা হয়। কিন্তু তাতে রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন। রাজ্য়ে চারবার রাজ্যপালেক শাসন জারি হল। এর আগে ২০০৮, ২০১৫ এবং ২০১৬ সালে রাজ্যপালের শাসন জারি হয়েছিল।
Be the first to comment