নতুন করে বন্যা পরিস্থিতির অবনতি অসমে

Spread the love

বিশেষ প্রতিনিধি,

নতুন করে বন্যা পরিস্থিতির অবনতি হয় অসমে৷ মঙ্গলবার তারই জেরে আরও ছয় জনের মৃত্যু হয়েছে৷ ফলে সারা রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০৷ অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি বা এএসডিএমএর দেওয়া তথ্য অনুযায়ী ৪ জনের মৃত্যু হয়েছে করিমগঞ্জ জেলায়৷ কাছারে দুজনের মৃত্যু হয়েছে। মাহুর, হারানগাজাও, মইবাং-এ প্রবল বৃষ্টিতে ধসের ফলে পরিস্থিতি ভয়াবহ। এএসডিএমএ-এর তরফ থেকে জানানো হয়েছে, অসমের হোজাই, পূর্ব কার্বি আংলং, পশ্চিম কার্বি আংলং, গোলাঘাট, করিমগঞ্জ, হাইলাকান্দি ও কাছারে ৫.৬৪ লক্ষ মানুষ বন্যা দুর্গত।

সব থেকে খারাপ পরিস্থিতি করিমগঞ্জে। প্রায় ১.৯৫ লক্ষ মানুষ বন্যার ফলে ক্ষতিগ্রস্ত। এরপরেই রয়েছে হাইলাকান্দি। যেখানে প্রায় ১.৮৯ লক্ষ মানুষ বন্যা দুর্গত। রাজধানী গুয়াহাটির নীলাচল পাহাড়ে কামাখ্যা মন্দিরে ২২ জুন থেকে অম্বুবাচির মেলা শুরু হওয়ার কথা। প্রায় ৫ লাখ পুণ্যার্থী ভিড় করেন প্রতি বছর। শুক্রবার ধসের কবলে পড়েছে কামাখ্যা পাহাড়ে যাওয়ার রাস্তাও। ধসের কারণে রেল ও সড়ক পথেও বিপত্তি দেখা দিয়েছে।
তুলনামূলকভাবে ত্রিপুরা ও মিজোরামে বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। যদিও বন্যায় মনিপুরে একজনের মৃত্যু হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*