৩ হাজার কোটি টাকার জালিয়াতির অভিযোগে এবার গ্রেপ্তার হলেন ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেকটর রবীন্দ্র পি মারাঠে। আর্থিক দুর্নীতিদমন শাখা একইসঙ্গে ব্যাঙ্কের এক্সিকিউটিভ ডিরেকটর রাজেন্দ্র গুপ্তা, জোনাল ম্যানেজার নিত্যানন্দ দেশপাণ্ডে ও প্রাক্তন সিএমডি সুশীল মুহনোতকেও গ্রেপ্তার করা হয়েছে। পুণেতে এই ব্যাঙ্কের সদর দফতর। ডিএসকে গ্রুপ কোম্পানির দুজনকেও গ্রেফতার করা হয়েছে।
মূলত ভুয়ো কোম্পানিকে ঢালাও ঋণের ব্যবস্থা করার জন্য অভিযুক্ত করা হয়েছে মারাঠেকে। ডিএসকে গ্রুপের সহ্গে হাত মিলিয়ে বেআইনিভাবে ব্যাঙ্কের বিপুল পরিমাণ ঋণ পাইয়ে দেওয়ার জন্য এরা ষড়যন্ত্র করেছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। ওই টাকা পরে অ্যাকাউন্ট থেকে সরিয়েও নেওয়া হয়েছে। ডিএসকে গ্রুপের মালিক ডি এস কুলকার্নি এবং তার স্ত্রীকে গত ফেব্রুয়ারিতে ৪ হাজার লগ্নিকারীকে ঠকানো ও ২৯০০ কোটি টাকার ব্যাঙ্ক ঋণ সরিয়ে ফেলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
Be the first to comment