যান্ত্রিক ত্রুটির কারণে সকালের বিমান বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছায় চার ঘণ্টা পর দুপুরে। অত্যাধিক ভিড়ে লাউঞ্জে বসার জায়গা পাননি অপেক্ষারত যাত্রীরা। ফলে বিমানবন্দরের মধ্যেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। পরে CISF পরিস্থিতি সামাল দেয়।
বিমানবন্দর সূত্রে খবর, সকাল ১০টা ১৫ মিনিটে এসে পৌনে ১১টায় বাগডোগরা বিমানবন্দর থেকে টেক অফ করার কথা ছিল এয়ার এশিয়ার কলকাতাগামী বিমানটির। নির্ধারিত সময়ের দু’ঘণ্টা আগে থেকেই চেক ইন করতে শুরু করেন যাত্রীরা। কিন্তু সময়ে আসেনি বিমান। যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধাতির সময়ের চার ঘণ্টা পরে বিমান এসে পৌঁছায়। ততক্ষণে যাত্রীদের ভিড়ে লাউঞ্জে কার্যত দাঁড়ানোর জায়গা নেই। কারণ ওই সময় আরও অনেক বিমান ছিল, অপেক্ষা করছিলেন সেইসব বিমানের যাত্রীরাও। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর যাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। CISF এসে পরিস্থিতি সামাল দেয়।
বিমানবন্দরের অধিকর্তা এস কে পোদ্দার বলেন, “বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে সময়ে আসেনি। যাত্রীদের কিছু সমস্যা হয়েছে কি না খোঁজ নিয়ে দেখছি।” তবে ওই সময়ে একাধিক বিমান থাকায় যাত্রীদের ভিড়ে লাউঞ্জে জায়গা প্রায় ছিল না বলে মেনে নেন তিনি।
Be the first to comment