আজ ২১ জুন, উত্তর গোলার্ধের সবচেয়ে দীর্ঘতম দিন

Spread the love

আজ ২১ জুন। উত্তর গোলার্ধের সবচেয়ে দীর্ঘতম দিন। সন্ধ্যা মনে হলেও আজ কিন্তু দেরি করে অস্ত যাবে সূর্য মামা। আকাশে সূর্য থাকছে ১৩ ঘণ্টা ৩৬ মিনিট ৮ সেকেন্ড। তাই দিনটিকে বলা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম দিন। ভুগোলের ভাষায় ২১ জুনকে কর্কটক্রান্তি দিবস বলে। পৃথিবীর কর্কটক্রান্তি রেখার ঠিক উপরে লম্বভাবে ৯০ ডিগ্রি কোণে এবং দক্ষিণে কর্কটক্রান্তি রেখার ওপরে সবচেয়ে হেলে ৪৩ ডিগ্রি কোণে আলো দেয়। এ দিনে সূর্য তার সর্বোচ্চ সীমায় ওঠে ও সর্বোচ্চ সীমায় অস্ত যায়।। তাছাড়া এই একটি মাত্র দিনে সূর্য সর্বোচ্চ উত্তরে পৌছায়। ফলে উত্তর গোলার্ধে আমরা পাই দীর্ঘতম দিন আর হ্রস্বতম রাত। আজ দিন সবচেয়ে বড় অর্থাৎ ১৪ ঘণ্টা এবং রাত সবচেয়ে ছোট অর্থাৎ ১০ ঘণ্টার।

অনেক দেশ এই দিনটিতে বিশেষ বিশেষ অনুষ্ঠান পালিত হয়। জার্মানরা এদিন সূর্যকে পুজো করেন, এবং সুইডেনের মহিলারা এবং ইংল্যান্ডবাসীরা সুর্যোদয় দেখেন ফুলের গয়না পরে। ইংল্যান্ডের বহু মানুষ ২১ জুন উপস্থিত হন স্টোনহেঞ্জে। যা তৈরি হয়েছিল প্রায় ২০০০ বছর আগে। যেখানে প্রথম চিহ্নিত করা হয় ২১ জুন তারিখটি। তবে এই ঐতিহাসিক স্তম্ভকে ঘিরে রয়েছে আরও অনেক রহস্য। বছরের এই একটি দিন সূর্যের আলো পৌঁছয় স্টোনহেঞ্জ পাথর বৃত্তের একেবারে মাঝখানে। আর সেই উপলক্ষেই শয়ে শয়ে মানুষ ভিড় জমান স্টোনহেঞ্জে। সবমিলিয়ে একটি উৎসবের মেজাজে পালিত হয় দিনটি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*