কুকুর হত্যা ও মাংস বিক্রির উপরে নিষেধাজ্ঞা জারি করেছে দক্ষিণ কোরিয়ার সরকার। তাই আন্দোলনের ডাকা দিয়েছে সেদেশের প্রায় ২০ হাজার কুকুর চাষি। কুকুর পালনকারীদের একটি সংস্থার মুখপাত্র কো হান-রো ওয়াইটিএন সাংবাদিকদের বলেন, ‘এটি সঠিক সিদ্ধান্ত নয়, বরং এটি নিষ্ঠুর সিদ্ধান্ত। আমরা এটা মানি না। সারা দেশে প্রায় ২০ হাজার কুকুরচাষি রয়েছে। আমি সরকারের কাছে কুকুরের মাংস খাওয়াকে বৈধতা দেওয়ার আহ্বান জানাই। পাশাপাশি কুকুর হত্যার জন্য কসাইখানা তৈরি ও তার লাইসেন্স দেওয়ার দাবি জানাই। নয়তো আমরা শেষ পর্যন্ত লড়ে যাব।’কো হান-রোর মতে, খাওয়ার জন্য গড়ে তোলা কুকুর আর লালন-পালনের জন্য গড়ে তোলা কুকুর এক নয়। এদের আলাদা করা উচিত। কারণ, তাদের খাওয়ানো থেকে শুরু করে বড় করে তোলার প্রক্রিয়া ও উদ্দেশ্য ভিন্ন হয়ে থাকে। শূকর, মুরগি, হাঁস খাওয়া গেলে কুকুর কেন খাওয়া যাবে না বলেও প্রশ্ন তোলেন তিনি।
প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ায় প্রতি বছর প্রায় ১০ লক্ষ কুকুর খাওয়ার জন্য হত্যা করা হয়। তবে বিভিন্ন পশুপ্রেমী সংগঠনের আন্দোলনে কুকুর হত্যার উপরে নিষেধাজ্ঞা জারি হয়। কুকুরকে খাদ্য নয়, বিশ্বাসী প্রাণী হিসেবে দেখতেই ধীরে ধীরে অভ্যস্থ হয়ে উঠছে মানুষও।
Be the first to comment