পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফের মনোনয়নপত্র বাতিল করলেন নির্বাচনী আধিকারিক। ২০১৩ সালে তাঁর নির্বাচনে অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল পেশোয়ার হাইকোর্ট। সেই রায়কে হাতিয়ার করেই নির্বাচনে অংশগ্রহণের আবেদন বাতিল করা হয়। পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশের চিত্রলের উত্তরাঞ্চল থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, হাইকোর্টের রায়কে চ্যাল্যঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন মুশারফ। সেই মামলার শুনানি ছিল ১৩ জুন। শুনানির সময় সশরীরে হাজির থাকতে হবে, এই শর্তে মনোনয়নপত্র জমা করার অনুমতি দেয় শীর্ষআদালত। কিন্তু, সেদিনও আদালতে হাজিরা দেননি তিনি। তখন আগেকার আদেশ ফিরিয়ে নেয় শীর্ষ আদালত। তবে মনোনয়নের ব্যাপারটি নির্বাচন কমিশনের উপরেই ছেড়ে দেয়। তবে এখনও সুযোগ শেষ হয়ে যায়নি এই প্রক্তন সেনাপ্রধানের। আদালতের অনুমতি নিয়ে বৃহস্পতিবারের মধ্যে আবার মনোনয়নপত্র জমা দিতে পারবেন তিনি। ২৭ তারিখ পরবর্তী শুনানি হবে। যদি গৃহীত হয়, তাহলে ২৮ তারিখ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আর ২৯ জুনের মধ্যে প্রার্থীপদ প্রত্যাহারের সুযোগ থাকবে।
Be the first to comment