আর্মস লাইসেন্সের জন্য আবেদন করলেন ধোনির স্ত্রী সাক্ষী

NEW DELHI, INDIA - JUNE 17: Sakshi Dhoni, Wife of Mahendra Singh Dhoni at an exhibition indoor football match at the Pepsi T20 Football finale on June 17, 2012 in New Delhi, India. (Photo by Manoj Verma/ Hindustan Times via Getty Images)
Spread the love

নিরাপত্তার অভাব। তাই আর্মস লাইসেন্সের জন্য আবেদন করলেন মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী। তিনি রাঁচির কর্তৃপক্ষের কাছে হয় একটি ০.৩২ বোরের রিভলভার কিংবা একটা পিস্তলের লাইসেন্স চেয়েছেন। আবেদনে সাক্ষী বলেছেন, বেশিরভাগ সময়ই তিনি একা থাকেন। তাই জীবনের আশঙ্কার করছেন তিনি। মাঝেমাঝেই নিজের কাজে একা রাঁচিতে ঘুরতে হয় বলে নিরাপত্তার অভাব বোধ করছেন তিনি। আবেদন রাঁচির জেলাশাসকের অফিসে পাঠানো হয়েছে। ২০১০ সালে ধোনিকেও আর্মস লাইসেন্স দেওয়া হয়েছিল। তাঁর কাছে ৯ এমএম পিস্তল রয়েছে। তাঁর আবেদনে সম্মতি দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*