ছবি সৌজন্যে- (বিবিসি)
মাথা নিচু করে নিঝনি নভোগরোদ স্টেডিয়াম ছাড়তে হল লিওনেল মেসিকে। বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে ক্রোয়েশিয়ার কাছে লজ্জাজনক হারের পর ফুটবলের নায়ক মেসিকে দেখে ভরা স্টেডিয়াম নির্বাক। ৩-০ গোলে হার মেনে নিতে পারছেন না আর্জেন্টিনার সমর্থকরা। কেউ মাঠের দিকে থুতু ছুঁড়েছেন, কারও চোখে জল। দূর থেকে এসেছিলেন তারা। ভাবতেও পারেননি মাত্র দুটো গ্রুপের খেলার পর তাদের তাকিয়ে থাকতে হচ্ছে কোনওমতে টিকে থাকার দিকে। ক্রোয়েশিয়ার অ্যান্টে রেবিক গোল করেছেন। লুকা মোড্রিক গোল করেছেন। আইভান রাকিটিক গোল করেছেন। কিন্তু যাঁর পা দিয়ে একটা গোল দেখার জন্য উন্মুখ ছিলেন আর্জেন্টিনা থেকে আসা দর্শকরা, মেসি হতাশ করেছেন তাদের, চূড়ান্ত হতাশ।
গ্যালারিতে বসে ছটফট করেছেন মারাদোনা, চোখে জল। পারলে নিজেই নেমে পড়েন মাঠে। অনামা অখ্যাত আইসল্যান্ডের সঙ্গে ড্র করেছে আর্জেন্টিনা। এখন একমাত্র ভরসা নাইজেরিয়া। মঙ্গলবার তারা কী করে তার ওপরেই নির্ভর করছে বিশ্বকাপজয়ী টিমের ভাগ্য। কদিন পরেই ৩১ বছরে পা দেবেন মেসি। হয়তো এটাই শেষ বিশ্বকাপ। আইসল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিস করে দারুণ টেনশনে ছিলেন, বৃহস্পতিবারের ম্যাচের শুরু থেকেই ধরা পড়ছিল সেটা। কোনও সময়েই নিজস্ব ছন্দে দেখা গেল না তাঁকে। প্রথমার্ধে বার কুড়ি বল তাঁর পা ছুঁয়েছে। খুঁজেই পাওয়া যায়নি মেসিকে। শেষদিকে ক্রোয়েশিয়ার দুটো গোলে শেষ হয়ে যায় আর্জেন্টিনার খেলা। কোচ জর্জ সাম্পিওলি জানাচ্ছেন, টিমই ডুবিয়েছে মেসিকে। টিমের জন্যই তাঁকে পুরোটা পায়নি আর্জেন্টিনা।
Be the first to comment