ফেসবুকের একটা পোস্টই ভাইরাল। দেখা যাচ্ছে, রাশিয়ানদের যাবতীয় কড়াকড়িকে থোড়াই কেয়ার করে কলম্বিয়ার একদল সমর্থক বিশ্বকাপের স্টেডিয়ামের ভিতর লুকিয়ে ঢুকেছে মদ নিয়ে। খেলার দেখার সঙ্গে সঙ্গে চলছে মদ্যপান। তাদের মধ্যে রয়েছেন কলোম্বিয়ান এয়ারলাইন্স আভিঙ্কা কার্গোর আঞ্চলিক ম্যানেজার লুই ফিলিপ গোমেজ। বিবিসি জানাচ্ছে, তাঁকে মদ নেওয়ার জন্য বরখাস্ত করা হয়েছে। গোমেজ অবশ্য জানাচ্ছেন, তাঁর সঙ্গে যারা মদ খাচ্ছে, তাদের তিনি চেনেন না। কোথা থেকে মদ স্টেডিয়ামে ঢুকল জানেন না তাও।
কলোম্বিয়া নিউজের খবর, ফেসবুক ভিডিওতে দেখা গিয়েছে, গোমেজের মুখে পতাকা আঁকা, মাথায় টুপি। প্রথম চুমুক দিচ্ছেন তিনিই। কলোম্বিয়া-জাপানের ম্যাচের এই ছবি নেহাতই পরিহাসছলে দেওয়া হয়েছে ফেসবুকে। ম্যাচ শেষ হওয়ার পরই কলোম্বিয়ার টুইটারে ঘুরতে শুরু করে বাইনোকুলার শব্দটি। ওই দূরবীনেই লুকিয়ে স্টেডিয়ামে ঢুকেছে মদ, জানা গিয়েছে তাও।
Be the first to comment