বিশেষ প্রতিনিধি,
শুক্রবার সকালে আবারও উত্তপ্ত হয়ে উঠল জম্মু কাশ্মীরের অনন্তনাগ৷ নিরাপত্তা রক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। শ্রীগুফ্বরা এলাকায় শুরু হয় অভিযান। জঙ্গিদের চারপাশ থেকে ঘিরে ফেলে সেনা ও পুলিশ। সেনার গুলিতে ইতিমধ্যেই ৪ জঙ্গি খতম হয়েছে। যদিও সেনাবাহিনীর তরফে এবিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
এদিকে, অমরনাথ যাত্রায় পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের একটি দলকে শ্রীনগরে পাঠাল কেন্দ্রীয় সরকার। গোটা শ্রীনগর জুড়ে মোতায়েন থাকবে এনএসজি কম্যান্ডোরা। অমরনাথ যাত্রার সময় যাতে কোনওভাবে জঙ্গি হামলার কবলে পড়তে না হয় পুণ্যার্থীদের, তার জন্যই এই কড়াকড়ি।
প্রসঙ্গত, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে টালমাটাল অবস্থা উপত্যকায়৷ এদিকে, সংঘর্ষ বিরতি চুক্তি নিয়ে টানাপোড়েনের জেরে সরকারের পতনের দিনেই সংঘর্ষের খবর আসে উপত্যকায়৷ জম্মু কাশ্মীরের ত্রালে ওই দিন নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের সংঘর্ষের জেরে নিকেশ হয় দুই জঙ্গি৷
Be the first to comment