পারমাণবিক শক্তিতে চিনের পিছনে ভারত

Spread the love
বিশেষ প্রতিনিধি,
এই পরিসংখ্যান উদ্বেগের কারণ নয়৷ কারণ ভারত আগেই বলে দিয়েছিল যেকোনও রকমের পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত ভারত৷ তবে সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বলছে পরমাণু অস্ত্রের সংখ্যায় ভারতের চেয়ে এগিয়ে রয়েছে পাকিস্তান।  রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানের হাতে রয়েছে ১৪০ থেকে ১৫০টি পরমাণু ওয়ারহেড। অন্যদিকে ভারতের হাতে আছে ১৩০ টি। তবে এদের থেকে দ্বিগুণের বেশি সংখ্যায় পুষ্ট চিন৷ তাদের হাতে রয়েছে ২৮০টি পরমাণু অস্ত্র।
রিপোর্টে আরও বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছে কয়েক হাজার পরামাণু অস্ত্র মজুত৷ স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের দাবি, বিভিন্ন দেশের হাতে যে পরমাণু অস্ত্র রয়েছে তার ৯২ শতাংশ এই দুই দেশের কাছে আছে। বলা হয়েছে, প্রতিটি পরমাণু শক্তিসম্পন্ন দেশ নতুন ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি চেষ্টায় লিপ্ত৷ এই রেশ ধরেই ভারত ও পাকিস্তান তাদের পরমাণু অস্ত্রের মজুদ বাড়াচ্ছে৷ পাশাপাশি চিন তার পরমাণু অস্ত্র আরও শক্তিশালী করার চেষ্টা করছে৷
টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট, পাকিস্তান ও চিনের ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ ভারত এতে উদ্বিগ্ন৷ বেজিং এবং ইসলামাবাদের মোকাবিলায় পালটা পরমাণু শক্তি বাড়িয়ে নিতে তৎপর নয়াদিল্লি৷ চিনকে টক্কর দিতে ভারত অন্তত ২০০ পরমাণু ওয়ারহেডের একটি ভাণ্ডার গড়ে তুলতে চাইছে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*