শুক্রবার আচমকাই বাতিল হয়েছে তাঁর চিন সফর। তারপরেই ৩ দিনের পূর্ব মেদিনীপুর সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামি ২৬, ২৭ ও ২৮ জুন জেলা সফরে যাবেন তিনি। শনিবার একথা জানিয়েছেন রামনগরের বিধায়ক অখিল গিরি। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী কলকাতা থেকে সড়কপথে ২৬ তারিখ রাতে পৌঁছবেন দিঘায়। ২৭ তারিখে শুরু হবে প্রশাসনিক বৈঠক। ২৮ তারিখে প্রশাসনিক ডিস্ট্রিবিউশান সভা হচ্ছে। পুলিশ সুপার, জেলাশাসক সহ দিঘা, দিঘা কোস্টাল থানা, জুনপুট কোস্টাল থানা ও আশেপাশের সমস্ত থানার পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত থাকবেন। ক্ষমতায় আসার পরেই দিঘা পর্যটন কেন্দ্রের প্রতি বিশেষ নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সংক্রান্ত কাজের অগ্রগতি ও কোথায় কোথায় খামতি আছে তাও খতিয়ে দেখবেন তিনি। গতবারের দিঘার প্রশাসনিক সভায় মেরিন ড্রাইভ চালু না হওয়ায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।
Be the first to comment